ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৯:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে জানানো হয়েছে, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো। আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতা করার জন্য ইতোপূর্বে মনোনীত ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক (এক্স ক্যাডার—পাবলিকেশন্স) সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত করা হলো।
ঢাকা/এনএফ/রফিক