ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বাংলাদেশে আসছে পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুন। মে মাসের দুই তারিখ তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবে। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে আসছে পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন। এখনই যার যার টিকিট সংগ্রহ করুন।
কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তিন ধাপে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ছয় হাজার নয়শ নিরানব্বই, রেগুলার আর্লি বার্ড তিন হাজার নয়শ নিরানব্বই ও স্টুডেন্ট আর্লি বার্ড এক হাজার নয়শ নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে।
প্রায় এক যুগ আগে অন্তর শোবিজের আয়োজনে বাংলাদেশে কনসার্ট করতে এসেছিল জুনুন। এরপর দলটি ঢাকায় গাইতে আসে ২০১৯ সালে। সে বছর ফোক ফেস্টে অংশ নিয়েছিল দলটি।
এমআই/এলআইএ/জেআইএম