বাকৃবি ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

7 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই হাজারের বেশি শিক্ষার্থী এবং অসহায়, দরিদ্র ও এতিম নিয়ে ইফতার মাহফিল করেছে শাখা ছাত্রদল।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারে বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, অ্যাডিশনাল রেজিস্ট্রার ড. নাজমুল হক, শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. বদিউজ্জামান খান এবং উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হারুন অর রশিদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই হাজারের বেশি শিক্ষার্থী এবং অসহায়, দরিদ্র ও এতিম নিয়ে ইফতার মাহফিল করেছে শাখা ছাত্রদল

বাকৃবির শিক্ষার্থী মোরসালিন বলেন, রমজান মাস সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পেরে আনন্দিত।

শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপস করবে না। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

Read Entire Article