ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বরগুনার আমতলীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আমতলীর নতুন বাজার বাঁধঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলকারী ইউনিট পরিবহনের আমতলী কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল হকের পক্ষে কাউন্টার পুনর্দখলের চেষ্টাকে কেন্দ্র করে আরেক পক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে বাঁধঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে হামালা হলে এতে ১০ জন আহত হন।
সংঘর্ষে আমতলী উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধা, তার দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকির, আল-আমিন, আলী, শামসুল হক চৌকিদার, বেলাল চৌকিদার, নাসির হাওলাদার, রেজাউল ও আল-আমীন আহত হন।
সংঘর্ষের বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির ও উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।
নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম