বিএনপিকর্মী হত্যা মামলায় জামায়াতকর্মী গ্রেফতার

1 day ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের মহেশপুরে বিএনপিকর্মী জাফর আলী হত্যা মামলার আসামি জামায়াতকর্মী আমির মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) দিনগত মধ্যরাতে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিএনপিকর্মী জাফর আলী হত্যা মামলার ২ নম্বর আসামি আমির মাতুব্বর চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদেরও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, ২০ মার্চ রাতে মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বিএনপিকর্মী জাফর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেন স্থানীয় আব্বাস মাস্টার ও তার লোকজন। ওই ঘটনায় পরদিন নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৫-৬ জনকে আসামি করে মহেশপুর থানায় মামলা করেন। অভিযুক্ত আব্বাস মাস্টার, আমির মাতুব্বরসহ আসামিরা স্থানীয় জামায়াতের কর্মী বলে জানা গেছে।

শাহজাহান নবীন/এসআর/এমএস

Read Entire Article