বিদেশি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মালয়েশিয়ান এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) সই করা এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ১৪ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আসিফ ইকবাল/এসআর/জেআইএম

Read Entire Article