ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথরে বেড়ানোর জন্য বিনামূল্যে নৌকা না পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নাছির উদ্দিন আহমেদের বিরুদ্ধে।
শনিবার (১৫ মার্চ) কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। এতে সমালোচনার মুখে পড়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
মারধরের শিকার জাবেদ আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি সাদাপাথর ঘাট থেকে সরকারের খাস কালেকশন করছিলেন।
ঘাটের মাঝি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পুলিশ কর্মকর্তা নাছির উদ্দিনসহ কয়েকজন সাদা পাথর ঘাটে যান। সেসময় সেখানে খাস কালেকশনের দায়িত্বে ছিলেন জাবেদ আহমদ। এসময় ওই পুলিশ কর্মকর্তা সাদাপাথর যাওয়ার জন্য বিনামূল্যে নৌকা চান। বিষয়টি ইউএনওকে অবহিত করতে বলেন জাবেদ। এতে ক্ষিপ্ত জাবেদকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন পুলিশ কর্মকর্তা। পরে ঘাট থেকে একটি নৌকা নিয়ে তিনি সাদাপাথর চলে যান।
এ ঘটনায় ঘাটে নৌকা চলাচল বন্ধ রেখে প্রতিবাদ জানান মাঝিসহ সহকারী কমিশনার কার্যালয়ের কর্মচারীরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের মধ্যস্ততায় বিষয়টির মীমাংসা হয়।
এ বিষয়ে জানতে রোববার দুপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, এ ঘটনায় ওনারা দুঃখ প্রকাশ করায় বিষয়টি সমাধান হয়েছে।
আহমেদ জামিল/এফএ/জিকেএস