ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নানা চড়াই-উৎড়াই আর বিতর্ক পেরিয়ে ফাইনালের মঞ্চে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালের আগেও আরেক আলোচনা, পরিবর্তন হলো ম্যাচ শুরুর সময়।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালটি মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা সাতটায়। সেটি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে ফাইনাল। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। বরিশালের নেতৃত্বে আছেন তামিম ইকবাল আর চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এআরবি/এমএমআর/জেআইএম