ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিমানের টিকিট সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করাসহ ৯ দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে মানববন্ধন করে এসব দাবি জানায় সংগঠনটি। রিক্রুটিং বায়রার নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতারা বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং দূতাবাসের আচরণ অনেকটা অপরাধী এবং বিচারকের এতা যেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর আত্মরক্ষার কোনো ব্যবস্থাই নেই। আমরা চাই জনশক্তি প্রেরণকে সহজ ও সাবলীল হোক।
তারা বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো জনশক্তি রপ্তানিকারক দেশের লেবার কাউন্সিলদের কোনো ভিসা সত্যায়ন করতে হয় না। এই নিয়মের কারণে লেবার উইংয়ের কর্মকর্তাদের অনৈতিক সুবিধা গ্রহণের জন্য রাখা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে যখন তিন-চার সপ্তাহের মধ্যে কর্মী কাঙ্ক্ষিত দেশে পাড়ি জমায় সেখানে আমাদের শুধু ডিমান্ড সত্যায়ন করে আনতেই তিন সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত সময় লেগে যায়।
রিক্রুটিং এজেন্সির অন্য দাবিগুলো হচ্ছে— সত্যায়িত ডিমান্ডের নিয়োগ অনুমতি নিয়ে জটিলতা নিরসন করা; দূতাবাসের ডিমান্ড সত্যায়ন সহজীকরণ ও দ্রুততর করা; রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়ার আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা; মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করা; মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করা; মিথ্যা অভিযোগকারী কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান চালু করা; বিমান টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করা এবং বিএমইটি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণের প্রতিবিধান করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, সাবেক ইসি সদস্য শাহাদাত হোসেন ও সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ।
আরএএস/বিএ