ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৫
ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম
বুলডোজার দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই হুমকি দেন।
ফেসবুক পোস্টে আখিরুজ্জামান লেখেন, “ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের যেসব দালাল এখনো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, তাদের বাড়ি বুলডোজার কর্মসূচির আওতায় পড়বে এবং তাদের দেখামাত্রই প্রতিহত করা হবে।”
এদিকে, উপজেলা কৃষক দল সভাপতির ফেসবুক পোস্ট ঘরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু সায়েম সরকার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন মানুষের জন্য রাজনীতি করে। মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ বিএনপি ও তার সহযোগী সংগঠন করে না। যদি কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ করার উসকানিমূলক কথা বলেন, সেটা তার ব্যক্তি দায়।বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এমন জনবিরোধী কাজ সমর্থন করে না।”
কখন শুরু হবে বুলডোজার কর্মসূচি এমন প্রশ্নের জবাবে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম জানান, তার ফেসবুক স্ট্যাটাস মূলত আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটি বার্তা। তিনি বলেন, “যদি তারা ফেসবুকে এমন কার্যক্রম চালিয়ে যেতে থাকেন, তবে প্রতিহত করা হবে।”
আপনার এই স্ট্যাটাসের কারণে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন আশপাশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন জানতে চাইলে আখিরুজ্জামান মাসুম বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।”
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, “যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।”
ঢাকা/শাহীন/মাসুদ