বুলডোজার দিয়ে মুজিব ম্যুরাল গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সিলেট শহর থেকে বুলডোজার এনে এ ম্যুরাল ভাঙা হয়।

রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

বুলডোজার দিয়ে মুজিব ম্যুরাল গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা বলেন, গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো স্মৃতিচিহ্ন বাংলার মাটিতে থাকতে পারে না। এদেশে স্বৈরাচার হাসিনা পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল। তাই দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়েছিলেন। আজ বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের ম্যুরাল ভাঙার মাধ্যমে মুজিববাদের কবর রচিত হলো।

নাঈম আহমদ শুভ/এএইচ/জিকেএস

Read Entire Article