বেরোবির ২ হলের নাম পরিবর্তন

2 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৮ ফেব্রুয়ারি ২০২৫  

বেরোবির ২ হলের নাম পরিবর্তন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন ও ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো, শওকাত আলী সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান। 

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং ছাত্রীদের হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। তিনি এ দিবসটি জাতীয় পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের আহ্বানও জানান ।

উপাচার্য আরো জানান, জুলাই আন্দোলনে বেরোবির আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ঢাকা/সিয়াম/মেহেদী

Read Entire Article