ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!

4 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫২, ১৫ মার্চ ২০২৫

ব্যাটিংয়ে নাঈম-জাকির-শামীমদের করুণ দশা!

ভালো দল গড়েও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ভালো ফল পাচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। ব্যাটসম্যানরা রীতিমত ভুগছেন রান তুলতে। বোলাররা দলকে লড়াইয়ে রাখলেও ব্যাটিংয়ে নাঈম শেখ, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারীদের করুণ দশা। 

শনিবার (১৫ মার্চ) লিগের পঞ্চম রাউন্ডের খেলায় মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে তারা। গাজী গ্রুপ তাদের হারিয়েছে ৯৪ রানের বিশাল ব্যবধানে।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮৩ রানের বেশি করতে পারেনি। জবাব দিতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৯ রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস। 

ওপেনার নাঈম শেখ ১৫ রানে ফেরেন সাজঘরে। জাকির হাসানের ব্যাট থেকে আসে ১১ রান। ১২ রান করেন শাহাদাত হোসেন দিপু। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রিশাদ হোসেন। ভালো করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। ৪ রানে থামে তার ইনিংস। অধিনায়ক ইরফান শুক্কুর ছিলেন নিষ্প্রভ (২)।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে বল হাতে ৪.২ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন আবু হাশেম। এছাড়া ২টি করে উইকেট পান লিওন ইসলাম ও শেখ পারভেজ জীবন। ১ ওভার করে হাত ঘুরিয়ে ১টি করে উইকেট নেন শামসুর রহমান ও তোফায়েল আহমেদ। 

এর আগে এনামুল হক বিজয়ের ৪৮ ও আমিনুল ইসলাম বিপ্লবের ৩৫ রানে গাজী গ্রুপ মাঝারি মানের পুঁজি পায়। তাদের ব্যাটিংও ভালো হয়নি। এনামুল ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন। আমিনুল ৭১ বলে ৩৫ রান করেন ২ বাউন্ডারিতে। এছাড়া ১৯ বলে ২৪ রান করেন আব্দুল গাফফার। 

বল হাতে প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন আরাফাত সানী ও নাহিদুল ইসলাম। 

পাঁচ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের এটি চতুর্থ জয়। প্রাইম ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার। 

ঢাকা/ইয়াসিন

Read Entire Article