ভোলায় শেখ মু‌জিবের ম্যুরাল গুঁড়ি‌য়ে দি‌লো ছাত্র-জনতা

4 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভোলায় এক্সকাভেটর দি‌য়ে আওয়ামী লীগ অ‌ফিস ও বি‌ভিন্ন স্থা‌নের বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম্যুরাল গুঁড়ি‌য়ে দি‌য়েছে ছাত্র-জনতা।

বৃহস্প‌তিবার রাত পৌনে ১০টার দিকে প্রথ‌মে ভোলা পৌর সভার চত্ব‌রে বঙ্গবন্ধুর ম্যুরাল‌টি এক্সকাভেটর দি‌য়ে ভেঙে গু‌ড়িয়ে ফেলা হয়। পরে জেলা প‌রিষদ এবং ভোলা জেলা প্রশাসক কার্যাল‌য় চত্বরে ম্যুরাল ভে‌ঙে ফেলা হয়।

রাত ১১টার দিকে ভোলার শহরের বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগে কার্যালয় এক্সকাভেটর দি‌য়ে ভাঙা হয়। এ‌র আগে গত ৪ আগস্ট ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয় পু‌ড়ি‌য়ে ফে‌লা হয়।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম

Read Entire Article