ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২৫
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি
যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলনের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন।
শ্রমিকরা জানান, হঠাৎ করেই ভূগর্ভের পাথর তোলার স্কিপ্ট মেশিনের গিয়ার বক্সের বিয়ারিং ভেঙে যায়। ফলে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।
এমডি প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন বলেন, “ট্যাকনিকাল কারণে আজ ভোর ৫টা থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। বিষয়টি বিশেজ্ঞরা দেখছেন। আশা করছি, দ্রুতই খনিটি থেকে পাথর উত্তোলন শুরু হবে।”
খনি সংশ্লিষ্ট সূত্রে জানায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। একমাস পর আবারো পাথর উত্তোলন শুরু হয়।
ঢাকা/মোসলেম/মাসুদ