ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৪০, ১৯ মার্চ ২০২৫
এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে আবারো পাথর উত্তোলন শুরু করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে প্রথম শিফটে পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকরা।
যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনি থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ আনার পর আবার পাথর উত্তোলন শুরু করা হলো আজ।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডি এম জোবাইয়ের হোসেন বলেছেন, কারিগরি ত্রুটির কারণে গত মাসে খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে আজ বুধবার সকালে প্রথম শিফটে পাথর উত্তোলন শুরু করা হয়েছে।
খনি সূত্রে জানা গেছে, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়।
ঢাকা/মোসলেম/রফিক