ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৪৭, ২০ মার্চ ২০২৫
সন্ত্রাসীর গুলিতে নিহত লবণচাষি মোহাম্মদ শফি আলম
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ শফি আলম (৪৫) নামে লবণ চাষি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছিকনিপাড়ার পশ্চিম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শফি আলম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মহেশখালীর কালারমারছড়া এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয়। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় তারা সন্দেহজনকভাবে লবণ চাষি শফি আলমকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বুকে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই মুহাম্মদ রাসেল বলেন, ‘‘আমি আর আমার ভাই শফি লবণ মাঠে যাচ্ছিলাম। হঠাৎ দেখি কোস্ট গার্ড সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করছে। তখন আমরা নিরাপদে থাকার চেষ্টা করি। কিন্তু একদল সশস্ত্র সন্ত্রাসী আমার ভাইকে গুলি করে হত্যা করে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’
তিনি আরো বলেন, ‘‘শফি আলম কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি দিনরাত পরিশ্রম করে সংসার চালাতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’’
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কায়সার হামিদ জানান, কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়ার সময় এক লবণ চাষি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/তারেকুর/বকুল