ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:২৭, ১৭ মার্চ ২০২৫ আপডেট: ১৪:২৮, ১৭ মার্চ ২০২৫
পুলিশ কনস্টেবল আবু হানিফ
রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আবু হানিফ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবু হানিফ আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন সজীব নামের আরেক যুবক।’’
রফিকুল আলম বলেন, ‘‘থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা হবে। এছাড়া, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হবে।’’
ঢাকা/কেয়া/রাজীব