মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১৪:২৮, ১৭ মার্চ ২০২৫

মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য আহত

পুলিশ কনস্টেবল আবু হানিফ

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আবু হানিফ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবু হানিফ আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন সজীব নামের আরেক যুবক।’’

রফিকুল আলম বলেন, ‘‘থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা হবে। এছাড়া, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

Read Entire Article