মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে: কবীর সুমন

6 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৬ মার্চ ২০২৫  

 কবীর সুমন

কবীর সুমন। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় এবং স্পষ্টবাদী সংগীতশিল্পী কবীর সুমনের আজ জন্মদিন। ১৯৪৯ সালের ১৬ মার্চ উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা গান দিয়ে জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মন। অথচ তারই প্রশ্ন, বাংলা আধুনিক গান কি আসলেই আধুনিক? সমকালীন? এটা ভাবার আছে। 

কবীর সুমন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকেও আধুনিক গান হিসেবে প্রশ্নহীন ভাবে গ্রহণ করতে নারাজ। একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘অনেক সময় অনেকেই বলছেন, রবীন্দ্রনাথ সবচেয়ে আধুনিক। আমার প্রশ্ন হচ্ছে, কোন হিসেবে? বাঙালি এমন একটা ভাব করে, আমাদের এক পিস রবীন্দ্রনাথ আছে, এক পিস নজরুল আছে; সারা পৃথিবীটাই আমাদের। কিন্তু তাতো না। হিন্দিতে যে লিরিক লেকা হয়েছে, যে কবিতা লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে তা তুলনাহীন। ওরাতো এমন গর্ব করে বলেন না সারাক্ষণ। আমরা এমন রবীন্দ্রনাথ গাইছি, সাধারণ লোক শুনতে চাইছে না।’’

এই শিল্পী আক্ষেপ করে বলেন, ‘‘আমরাতো মানুষকে কাছে টানতে পারিনি সংগীত দিয়ে। ’’

উল্লেখ্য, কবীর সুমনের বাবা ছিলেন সুরিন্দ্রনাথ এবং মা উমা চট্টোপাধ্যায়। কবীর সুমনের গানের হাতেখড়ি হয় বাবার কাছে। একাডেমিক পড়াশোনা শেষ করে বেশ কয়েক বছর দেশে-বিদেশে সাংবাদিকতা করেন তিনি। এরপর ১৯৯২ সালে গতানুগতিক ধারার বাইরে আধুনিক গান নিয়ে হাজির হয় কবীর সুমন। এর আগে তিনি রবীন্দ্রসংগীত নিয়ে কাজ করলেও ৯২ সালে ‘তোমাকে চাই’ একক গানের মধ্য দিয়ে সংগীত অনুরাগীদের মনে ব্যাপক সাড়া ফেলেন।

ঢাকা/লিপি

Read Entire Article