মামুন মন্ডলের নতুন গান ‘ফেসবুক’

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৪:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২৫

মামুন মন্ডলের নতুন গান ‘ফেসবুক’

নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী মামুন মন্ডল। ‘ফেসবুক’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রফিক মুয়াজ্জিন। এই গীতিকবিতায় সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রাব্বি খান।

মামুনের গাওয় গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। কুড়িগ্রামের মনোরম লোকেশনে ভিডিওর দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে অভিনয় করেছেন পিয়সী পিউ ও আকাশ। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন এ এম সি নয়ন খান।

নতুন গান নিয়ে সুরকার ও কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেছেন, “মানুষের জীবনে ফেসবুক এখন প্রায় অবিচ্ছেদ্য অংশ। এই ভার্চুয়াল জগতেই বেশি সময় কাটে অনেকের। যোগাযোগেরও অন্যতম মাধ্যম এটি। ফেসবুকে প্রিয় মানুষটির মুখ দেখা যায়, জানা যায় তার বর্তমান অবস্থা সম্পর্কে। কিন্তু এই ভার্চুয়াল দেখা-শোনায় পাওয়া যায় না পূর্ণাঙ্গ পরিতৃপ্তি। প্রিয়জনের সান্নিধ্য ও ছুঁয়ে দেখার সুখ পেতে তাকে কাছে ডাকার আকুতি নিয়ে গানটি রচনা করেছেন রফিক মুয়াজ্জিন ভাই। আশা করি, এ মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

‘আকাশ অফিসিয়াল’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

ঢাকা/শান্ত

Read Entire Article