ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫
চসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করে পুলিশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের পাহাড়তলী থানার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বাবুল আজাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ কয়েকটি মামলার আসামি সাবেক এই কাউন্সিলর ইসমলাইল। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পাহাড়তলীর লোহার পুল এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রেজাউল/মাসুদ