ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫
সিদ্ধার্থ গুরুং
মালদ্বীপে নেপালি যুবকের ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তিনি দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
রাজধানী মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মো. রাহিজ মিয়া নামের ওই প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাত করা হয়। ৫০ বছর বয়সী মো. রাহিজ মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুর উপজেলায়।
মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অভিযুক্ত ২৪ বছর বয়সী নেপালি যুবক সিদ্ধার্থ গুরুংকে আদালতের আদেশে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ছুরিকাঘাতের কারণ এখনো জানা যায়নি। পুলিশও এ বিষয়ে কিছু বলতে পারেনি।
ঢাকা/রফিক