মালয়েশিয়ায় বাংলাদেশি ৪ অবৈধ এজেন্ট গ্রেফতার

6 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীকর্মী সরবরাহকারী বাংলাদেশি চার এজেন্ট গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন। বুধবার (১২ মার্চ) ও বৃহস্পতিবার (১৩ মার্চ) কুয়ালালামপুরের চারটি স্থানে এবং সেলাঙ্গরের বন্দর বুকিত বাজারের তিনটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীকর্মী সরবরাহকারী ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার করা হয়েছে। তারা ২২ থেকে ৩৮ বছর বয়সী। তারা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের নাগরিকদের লক্ষ্যবস্তু করতো। যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস মেয়াদোত্তীর্ণ হয়, তাদের অবৈধভাবে ‘বিশেষ পাস’ করিয়ে দিতো। যাতে করে বিদেশিরা এ দেশে বসবাস এবং থাকার সুযোগ পায়।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে ২ হাজার থেকে আড়াই হাজার রিঙ্গিত ফি নেওয়া নিতেন তারা। প্রায় এক বছর ধরে এ কার্যকলাপ চালিয়ে আসছিলের গ্রেফতারা।

অভিযানে তাদের কাছ থেকে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করেছে। যার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের ১১৭টি পাসপোর্ট রয়েছে। এছাড়া নগদ ৬৯ হাজার ৩৮০ রিঙ্গিত, চারটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

এমএএইচ/জিকেএস

Read Entire Article