মায়ের মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২৪ মার্চ ২০২৫  

মায়ের মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

প্রতীকী ছবি

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা। এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া দুজন হলেন- মোছাম্মত কতবানু (৮৫) ও তার ছেলে ছাদেকুল ইসলাম ছাদির (৬৫)।

মৃত ছাদকুল ইসলামের জামাতা মো. রাসেল খান বলেন, ‘‘দাদি শাশুড়ি কতবানু সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে শ্বশুর ছাদেকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাই।’’

‘‘সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হার্ট অ্যাটাকে পথেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে মা-ছেলের লাশ দাফন করা হবে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/রুবেল/রাজীব

Read Entire Article