মিরসরাইয়ে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ আসনে অ্যাডভোকেট সাইফুর রহমানকে চূড়ান্ত করেছে সংগঠন। আমরা সংগঠনের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে নিয়েছি। আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সাংগঠনিক সার্বিক দিকনির্দেশনা মেনে কাজ করবো।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সরকার গঠিত হলে দেশের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। এ দেশের সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

অ্যাডভোকেট সাইফুর রহমানের বাড়ি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে। তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদকের দায়িত্বপালন করেন।

সাইফুর রহমান বলেন, আমি সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে আলোকিত মিরসরাই গড়তে চাই। যেখানে কোনো তরুণ ও যুবক বেকার থাকবে না। মিরসরাইয়ের সবাই নিজ অবদান রেখে সারা দেশের মানুষের কাছে রোল মডেল হয়ে থাকবে।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

Read Entire Article