মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ মার্চ ২০২৫  

মুক্তির মিছিলে শাকিবের ‘অন্তরাত্মা’, সার্টিফিকেশন বোর্ডে ‘বরবাদ’

ছবির কোলাজ

ঈদ মানেই শাকিব খান অভিনীত সিনেমা। প্রত্যেক ঈদে তার অভিনীত একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে থাকে। যদিও গত কয়েক বছরে তার অভিনীত একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে।

তবে ঈদুল ফিতরে শাকিব অভিনীত দুটি সিনেমা মুক্তির খবর শোনা যাচ্ছে। এর মধ্যে ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তির ঘোষণা আগে দিলেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র এখনো হাতে পায়নি প্রযোজক। এর আগে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির ঘোষণা দেন ‘অন্তরাত্মা’ সিনেমার প্রযোজক।   

ঢালিউডে জোর গুঞ্জন, একাধিক জটিলতায় আটকে যেতে পারে ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। কারণ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে। সেই বাঁধা কাটিয়ে গতকাল মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়েছে এটি। সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল বলেন, “ছাড়পত্রের জন্য ‘বরবাদ’ আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা সিনেমাটি দেখব। এরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।” 

গত ২২ মার্চ শাকিবের ৪ বছর আগের ‘অন্তরাত্মা’ সিনেমা হুট করেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। ২০২১ সালে সিনেমাটির কাজ শেষ হয়। 

‘অন্তরাত্মা’ সিনেমার মুক্তি প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলন, “দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি। এটা ঈদুল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিয়েছি। তারা দেখে প্রশংসা করেছেন। আমরা দু–এক দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাব। এখন সেভাবেই হলমালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত, আমরা এই ঈদেই আসছি।”

ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। সিনেমাটি ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।

ঢাকা/রাহাত/শান্ত

Read Entire Article