ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বিশিষ্ট শিল্পপতি তানভীর আহমেদ সর্বসম্মতিক্রমে মেঘনা ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তানভীর আহমেদ বিগত ১৮ বছর ধরে একজন সফল ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন। বিশেষ করে, তৈরী পোশাক খাত এবং নির্মাণ শিল্পে তার সাফল্য সত্যিই প্রশংসনীয়। তিনি ইন্দোনেশিয়ায় বিবিএ ডিগ্রি অর্জনের পর, সেখানেই ব্যবসা-বাণিজ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেন।
২০০৭ সালে বাংলাদেশে তিনি এলিগ্যান্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন এবং একইসঙ্গে দেড় যুগেরও বেশি সময় ধরে এলিগ্যান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দ্বায়িত্ব পালন করছেন। তৈরি পোশাক খাতে অসাধারণ সাফল্য আর অনন্য অবদান রাখার জন্য তিনি সিআইপি খেতাবে ভূষিত হন। বর্তমানে ভিশনারি লিডার তানভীর আহমেদের নেতৃত্বে এলিগ্যান্ট গ্রুপ একটি আর্ন্তজাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
তানভীর আহমেদের আর্ন্তজাতিক অঙ্গনে পদচারণা দুই দশকেরও বেশি সময়ের; এর মধ্যে তার হাত ধরে দুবাই, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার রিয়েল এস্টেট খাতের মেগা প্রকল্পগুলো গড়ে উঠেছে। তিনি সেন্ট কিটস বা নেভিসের কনসাল জেনারেল হওয়ায় বিশ্ব মঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করারও সুযোগ পাচ্ছেন।
ইএআর/এসএনআর/জেআইএম