ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৬:১৮, ১৬ মার্চ ২০২৫
উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রবিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাজধানী স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাবে রাত আড়াইটা নাগাদ আগুনের সূত্রপাত হয়।
দেশে জনপ্রিয় হিপ-হপ জুটি ডিএনকে ব্যান্ডের একটি কনসার্টে প্রায় এক হাজার ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টোস্কোভস্কি জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, আতশবাজি ডিভাইসের কারণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি জানান, আগুনের স্ফুলিঙ্গ অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি সিলিংয়ে আঘাত করে, তারপর আগুন পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী হৃস্টিজান মিকোস্কি ফেসবুকে এক বিবৃতিতে লিখেছেন যে সরকার ‘সম্পূর্ণরূপে তৎপর এবং এই ট্র্যাজেডির কারণ নির্ধারণ এবং পরিণতি মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করবে।’
ঢাকা/শাহেদ