মো. মাহবুবুর রহমানের কবিতা: ভোলার ঘাড়ে ঝোলা

11 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ভোলা রে, ও ভোলা—
নিত্য দেখি তোর ঘাড়েতে
মস্ত একটা ঝোলা।

কী ওটাতে? বল না ভোলা—
নিত্য বয়ে বেড়াস,
দিস না জবাব কোনোমতে
ছলে-বলে এড়াস।

বললো ভোলা—এই ঝোলাতে
দুঃখ জমা রাখি,
ঝোলার খবর নিতে কেন
করছো ডাকাডাকি?

দুঃখ নেবে? নাও না কিছু
হাল্কা হবো দিয়ে—
দুঃখের স্বাদটা পরখ করো
একটু খানিক নিয়ে।

সেদিন থেকে ভোলাকে আর
কেউ ডাকে না পিছু—
দুঃখি ভোলার দুঃখ ছাড়া
ঝোলায় কি নাই কিছু!

এসইউ/এমএস

Read Entire Article