ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- ইজাজ (৪০), সোহেল (২২), আনোয়ার (৩১) শাহ আলম (৬০), জনি (২৪), ইসমাইল (২৭), আতাউর (৩০), রুম্মান (৩৫), স্বপন (৪৫), মনির (২০), ইব্রাহিম (৩৯), খালিদ (৩৯) ও রবিউল (৩৬)।
- আরও পড়ুন
মোহাম্মদপুরে দিনব্যাপী অভিযানে গ্রেফতার ১০
হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান-আতিকুল-মহিবুল
এসি মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার দিনব্যাপী অপারেশন ডেভিল হান্টের অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে ১৩ জনকে গ্রেফতার করে।
অভিযানে ডাকাতির মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, সিআর সাজা পরোয়ানা ১ জন, মাদক মামলায় ২ জন, ডিএমপির মামলায় ১ জন, খুনের মামলায় ১ জন, অন্যান্য মামলায় ৩ জন ও সড়ক পরিবহন আইনের মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ কে এম মেহেদী হাসান।
কেআর/ইএ/জেআইএম