যে পাঁচ পণ্য নিয়ে যাত্রা শুরু করল ‘জনতার বাজার’

10 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ ধরনের পণ্য নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জনতা বাজার’।

বুধবার (১৯ মার্চ) বিকেলে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ। 

এ বাজারে আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে পেঁয়াজ, আলু, রসুন, চাল ও আদা বিক্রি করা হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস পাওয়া যাবে।

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেছেন, “ঢাকা শহরে এ ধরনের বাজার করা চ্যালেঞ্জিং। দেশের যে স্থানে পণ্যের দাম কম থাকবে, সেখান থেকে এনে কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছি। এখন আলাদা কোনো দোকান হবে না। আগামীকাল বিক্রি শুরু হবে। বাজারমূল্যের চেয়ে উল্লেখযোগ্য কম দামে এখানে পণ্য বিক্রি করা হবে। এখানে পাইকারি না, খুচরা বিক্রি হবে। ভোক্তারা নির্দিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ৬-৭টি জনতার বাজার করার পরিকল্পনা আছে। ঈদের পর সব ধরনের পণ্য নিয়ে পুরোদমে চালু হবে জনতার বাজার।”

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, “কোনো পণ্য আমাদের রান্নাঘরে ঢোকার আগে কয়েক বার হাতবদল হয়। এটার কারণে আমাদের ভোক্তা পর্যায়ে চাপ বাড়ে। এ উদ্যোগ সফল হলে অন্যান্য জায়গায় একই উদ্যোগ নেওয়া সম্ভব হবে। সুতরাং, এটা আমাদের জন্য পরীক্ষা।”

তিনি বলেন,“জনগণের খাদ্য নিরাপত্তায় স্বস্তি আনা প্রয়োজন। আমাদের বেঁচে থাকতে হলে ক্রয় ও বিক্রয় করতে হবে। যদি নিয়ম মেনে চলি, তাহলে আমরা সকলে লাভবান হব।”

শেখ আব্দুর রশীদ বলেন, “আমাদের দেশে বড় সমস্যা হলো—ক্রেতা ও বিক্রেতা পরস্পরকে ঠকানোর চেষ্টা করে। এটা পুঁজিবাদী নীতি। রাসুল (সা.) বলেছেন, প্রতারকের সঙ্গে আমি কখনো থাকব না।”

ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।

Read Entire Article