রাজধানীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেফতার

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১৭ মার্চ) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

সনদ বড়ুয়া বলেন, র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৬ মার্চ) সাড়ে ৫টার সময় ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেফতার করতে সক্ষম হন তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে তার নামে কালকিনি ও ডাসার থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে আত্মগোপন চলে যান তিনি। এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এএমএ/জিকেএস

Read Entire Article