রিমান্ড যা দেয় দিক, কিছু বলার দরকার নেই 

14 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৩:০৪, ১৯ মার্চ ২০২৫  

রিমান্ড যা দেয় দিক, কিছু বলার দরকার নেই 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। দীপু মনির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল।

এদিন সকাল সাড়ে ৯টার পর দীপু মনিকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। ৯টা ৫৫ মিনিটের দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দীপু মনিকে এজলাসে তোলা হয়।

এ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপু মনি। আইনজীবী তাকে বলেন, “আপা, আজ সাত দিনের রিমান্ড চেয়েছে।” জবাবে দীপু মনি বলেন, “যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই।” তখন আইনজীবী বলেন, “আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না।”

১০টা ২ মিনিটের দিকে শুনানি শুরু হয়। পরে আদালত তার চার দিনেরর রিমান্ডের আদেশ দেন। এ মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

শুনানি শেষে ১০টা ২৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় আদালত থেকে দীপু মনিসহ অন্যদের হাজতখানায় নেওয়া হয়।

গত ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার মানুষের ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন তার স্বজন মো. আলী।

ঢাকা/মামুন/রফিক

Read Entire Article