ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মোল্যা নজরুল ইসলামকে এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত শহীদুল্লাহকর কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন রিমান্ড শেষে গুলশান থানার কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরকে হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলামকে এবং যুবদল নেতা শামীম হত্যা মামলায় শহীদুল্লাহকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া এর আগে ৯ ফেব্রুয়ারি রাজধানী রমনা থেকে শহীদুল্লাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
নজরুলের মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়ের (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ১৫০/২০০ আসামি রয়েছে।
শহীদুল্লাহর মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
ঢাকা/মামুন/এনএইচ