রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব

14 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৯, ১৪ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের তৈরি নানা হস্তশিল্প ও দৈনন্দিন ব্যবহারের পণ্য পরিদর্শন করেন।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সফরের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গাদের তৈরি নানা হস্তশিল্প ও দৈনন্দিন ব্যবহারের পণ্য পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে তিনি মাল্টিপারপাস সেন্টারে যান, যেখানে রোহিঙ্গা নারী-পুরুষদের তৈরি করা পোশাক, ব্যাগ, বাঁশ ও পাটের পণ্য, কাঠের শিল্পকর্ম এবং অন্যান্য হস্তশিল্প দেখেন।

জাতিসংঘ মহাসচিব এসব পণ্য দেখে প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে উৎসাহিত করেন বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা নুরুল আমিন।

তিনি বলেন, ‘‘মহাসচিব বলেছেন, এই উদ্যোগগুলো রোহিঙ্গাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারে।’’

জমিলা নামের একজন রোহিঙ্গা নারী হস্তশিল্পী বলেন, ‘‘আমাদের তৈরি ব্যাগ ও কাপড়ের প্রতি জাতিসংঘ মহাসচিবের আগ্রহ দেখে খুব ভালো লাগছে। তিনি আমাদের কাজের প্রশংসা করেছেন, যা আমাদের আরও অনুপ্রাণিত করবে।’’

রোহিঙ্গারা জানান, তিনি রোহিঙ্গাদের অভিভাবক হয়ে ক্যাম্প পরিদর্শনে এসেছেন। তাদের কাজ দেখেছেন এবং জীবনযাপনও দেখেছেন। নিজেদের দাবিগুলো তাকে জানিয়েছে রোহিঙ্গারা। তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

ঢাকা/তারেকুর/এস

Read Entire Article