ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতর আওয়ামী লীগের ভূত ঢুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, এরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা চায় না, তারা চায় আওয়ামী লীগ যেভাবে বিনা ভোটে ক্ষমতায় ছিল, তারাও ভোট ছাড়া ক্ষমতায় থাকবে, লুটপাট করবে, এদের ভেতর আওয়ামী লীগের ভূত ঢুকেছে, কিন্তু জনগণ তা বরদাস্ত করবে না।
শুক্রবার (১৪ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়ীন আবিরপাড়া হাইস্কুলের অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে খোকন বলেন, ছয় মাস পার হয়ে গেলেও আপনারা এখনো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করতে পারেননি, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আপনারা শুধুই সংস্কার, সংস্কার করেই যাচ্ছেন, এখনো তো কোনো সংস্কার করলেন না।
আরও পড়ুন
- ‘নির্বাচনহীন পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দিচ্ছে’
- আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
বিএনপি সবসময়ই সাধারণ মানুষের পক্ষে থাকে উল্লেখ বিএনপির এ নেতা বলেন, ১৬ বছর ধরে নির্যাতন, হত্যা, গুম খুনের পরও বিএনপিকে দমায়ে রাখতে পারেনি। এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তাই একটি মহল বিএনপি ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ১৬ বছর দেশের মানুষের কোনো ভোটাধিকার ছিল না। এখন আমাদের মিত্র একটি রাজনৈতিক দল আগে স্থানীয় নির্বাচন চায়, তাদের আওয়ামী লীগের জন্য এত দরদ। এ মুহূর্তে স্থানীয় নির্বাচন দিলে বিএনপি একজন প্রার্থী দেবে, আপনারা একজন প্রার্থী দেবেন, আর আওয়ামী লীগ একজন প্রার্থী দিয়ে আওয়ামী লীগের সবাই একাকার হয়ে যাবে, আর দুই বছর পর তারা পার্লামেন্ট ইলেকশন করবে।
ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সাবেক ছাত্রনেতা আব্দুল করিম মামুনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আমিশাপাড়া ইউনিয়ন শাখার নির্যাতিত ২০০ নেতাকর্মীর মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।
আমিশাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কে. আর. বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতা আব্দুল করিম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমিশাপাড়া ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/ইএ