ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
লক্ষ্মীপুরে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে দেয়ালিকা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদের হলরুমে এ আয়োজন হয়।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার দেয়ালিকা উৎসবের উদ্বোধন করেন। পরে অতিথিদের নিয়ে দেয়ালিকা পরিদর্শন করেন তিনি। দেয়ালিকায় শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ আন্দোলন-সংগ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, দেয়ালিকা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব হবে।
কাজল কায়েস/এএইচ/এএসএম