ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৩:৫০, ১৭ মার্চ ২০২৫ আপডেট: ১৩:৫৩, ১৭ মার্চ ২০২৫
আসিবুর রহমান
বৈষম্যবিরোধী আন্দোলনকালে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের পর এবার তার ছেলে আসিবুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক শফিউল আলম তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে একই মামলায় আসিবুর রহমানের বাবা শাজাহান খানেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত বছরের ১৯ জুলাই রাজধানীর উত্তর বাড্ডায় বিসমিল্লাহ হোটেলের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম। সেখানে গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের মামা পরিচয়ে লুৎফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঢাকা/মামুন/রফিক