শাহবাগীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে আইনের হাতে তুলে দেব

23 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার। গণমিছিলের ডাক দেওয়া আন্দোলনকারীরা রাজপথে নামার স্পর্ধা দেখালে শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেককে ধরে ধরে আইনের হাতে তুলে দেব বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে’ প্রতিবাদী জুলাই জমায়েতে অংশ নিয়ে তিনি এসব বলেন।

আরও পড়ুন

শরিফ ওসমান হাদি বলেন, এরা কেউ নারীবাদী না, দিল্লিবাদী। র এর প্রেসক্রিপশনে তারা রাজপথে নামবে। যে রক্ত আবু সাইদ দিয়েছে আমাদের রক্ত থাকতে আমরা সেই রক্ত নিয়ে কোনো ষড়যন্ত্র হতে দেবো না। শাহবাগীরা ১২টায় শহীদ মিনারে নামবে, এখনও নেমেছে কি না জানি না, যদি নামে ঠিক ১২টার সময় জুলাই জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করবো।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘শাহবাগীদের গদিতে আগুন জ্বালো এক সাথে’, ‘আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো এক সাথে,’ ‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো এক সাথে,’ ‘মবতন্ত্রের গদিতে আগুন জ্বালো এক সাথে,’ ‘শাহবাগীদের বিশ দাঁত ভেঙে দেও গুড়িয়ে দেও,’ ‘আওয়ামী লীগের বিশ দাঁত ভেঙে দেও গুড়িয়ে দেও,’

‘আবু সাইদের রক্ত বৃথা যেতে দেবো না,’ ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না,’ ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো,’ ‘জেগেছেরে জেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ‘বিচার বিচার বিচার চাই জুলাইয়ের বিচার চাই,’ ‘ল’ তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা,’
‘শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা,’।

কেআর/এমআরএম/এমএস

Read Entire Article