শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদ‌কের

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

টেন্ডা‌রে ক‌মিশন বা‌ণিজ্য

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ মার্চ ২০২৫  

শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদ‌কের

১ হাজার ৩oo কোটি টাকার টেন্ডার ক‌মিশন নি‌য়ে পছ‌ন্দের ঠিকাদার‌কে কাজ পাই‌য়ে দেওয়াসহ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন।

তি‌নি জানান, সা‌বেক সাংসদ শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হতে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ক‌মিশন।

গত বছরের ২০ আগস্ট ফজলুল করিম সেলিম (শেখ সেলিম) ও তার পরিবারের ৯১ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

Read Entire Article