সংস্কার প্রস্তাব আলোচনা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু

2 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন শনিবার (৮ ফেব্রুয়ারি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংস্কার কমিশনগুলো তিন ধাপে স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদি সংস্কার প্রস্তাব করেছে। স্বল্প মেয়াদের সংস্কার প্রস্তাব আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বলে অভিমত দিয়েছে বিভিন্ন সংস্কার কমিশন কমিটির সদস্যরা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর ইচ্ছা অন্তর্বর্তী সরকারের। ড. ইউনূসকে প্রধান ও বিভিন্ন সংস্কার কমিশন প্রধানদের সদস্য করে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলগুলো রাজি থাকলে আলোচনা রোজার মাসে অব্যাহত থাকবে বলে জানান আসিফ নজরুল।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, দ্রুত নির্বাচন চাওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর অবশ্যই রয়েছে। তবে দ্রুত বলতে কি তা স্পেসিফাই করে বলেননি।

নির্বাচনের সময় রাখা নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারি একাধিকবার বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

এমআইএইচএস/জেআইএম

Read Entire Article