ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
টানা দুইবার এসএ গেমসে স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত বিয়ে করেছেন। বরও ভারোত্তোলক। নাম সাখাওয়াত হোসেন প্রান্ত। সীমান্ত-প্রান্ত দুইজনই বাংলাদেশ আনসারের খেলোয়াড়।
শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে এই দুই ভারোত্তোলকের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল লম্বা একটা সময় ধরে। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ায় পূর্ণতা পায় তাদের ভালোবাসার।
মাবিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার উজ্জ্বল হলেও প্রান্তর তেমন সাফল্য নেই। শুধু ঘরোয়া ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন তিনি। ২০১৬ গুয়াহাটি এসএ গেমসের পর পোখারাতে ২০১৯ সালের গেমসে সোনা জেতেন মাবিয়া। নেপালে ৮৯ কেজি ওজন শ্রেণীতে রুপা জিতেছিলেন প্রান্ত।
শুটিংয়ে সাবরিনা সুলতানা-সাইফুল আলম চৌধুরী রিঙ্কি, নাজিফা নাতাশা-শাকিল আহমেদ, সাঁতারে মাহফুজা খাতুন শিলা-শাজাহান আলী রনি, সোনিয়া আক্তার-আসিফ রেজা, সবুরা খাতুন-শরিফুল ইসলাম, ব্যাডমিন্টনে আবুল হাশেম-কামরুন নাহার ডানা, এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা, রাজু-শাপলা, টেবিল টেনিসে মোহাম্মদ আলী-সোনাম সুলতানা সোমা, ফুটবলে লিটু-অনন্যা, আরচারিতে রোমান সানা-দিয়া সিদ্দিকীর মতো একই ডিসিপ্লিনের ক্রীড়াবিদ হিসেবে জীবনের জুটি বাঁধলেন সীমান্ত-প্রান্ত।
দেশের ক্রীড়াঙ্গনে একই খেলায় অংশ নেওয়া দম্পতির উদাহরণ আছে আরো। যেমন- শুটিংয়ে ফিরোজ হোসেন পাখি ও লাভলী চৌধুরী আঁখি, আবদুল্লা হেল বাকি ও সাফারিয়া আক্তার, সাঁতারে কামাল হোসেন ও লাবনী আক্তার জুঁই, উশুতে জিয়াউল হক ও শিখা খাতুন, ভারোত্তোলনে রয়েছ মোল্লা সাবিরা ও কাজল দত্ত, অ্যাথলেটিকসে মুজিবর রহমান মল্লিক ও তাসলিমা রহমান, রেহেনা পারভীন ও মিলজার হোসেন, শাহ আলম ও হোসনে আরা খানম হাসি, মো. ইসমাইল ও তামান্না আক্তার, হ্যান্ডবলে হাসান উল্লাহ রানা ও রাশিদা, ইশরাত দিনা ও কামরুল ইসলাম কিরন, টেবিল টেনিসে মাহবুব বিল্লাহ ও মৌমিতা রুমি, কারাতে হোসেন খান মুন ও হুমায়রা অন্তরা, হকিতে ফজলে হোসেন ও রিতু খানম, সোহানুর রহমান সবুজ ও তাসনিন আক্তার মিম।
আরআই/আইএইচএস/