সবাই এখন আমাকে হেনা আপা বলেই ডাকে : শাবনাজ

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনাজ। তিনি অভিনয় ছেড়েছেন প্রায় দুই যুগ হলো। তবে তিনি বিস্মৃত নন। দর্শক-ভক্তদের কাছে আজও প্রিয়মুখ মিষ্টি হাসির এই তারকা। তবে নতুন প্রজন্মের দর্শকের কাছে তিনি সম্প্রতি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার ক্লিপ থেকে।

১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া ছবিটিতে হেনা চরিত্রে অভিনয় করেছেন শাবনাজ। তার প্রেমিক হিসেবে অভিনয় করেন বাপ্পারাজ। বেশ লম্বা বিরতির পর হঠাৎ হেনাদের বাড়িতে গিয়ে দেখেন তার বিয়ে হয়ে গেছে। সেখানে হেনার বাবা চরিত্রের আনোয়ার হোসেনের সঙ্গে বাপ্পার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঈদের পোশাক থেকে ‘গান’ কিংবা ‘নাটক’-সর্বত্র চলছে ‘হেনা’ ট্রেন্ড। একটি সিনেমার জন্য ২৯ বছর পর এভাবে আলোচনায় আসাটা কীভাবে দেখছেন শাবনাজ? এ নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ।

এই অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।’

অনুষ্ঠানে তিনি জানিয়েছেন গোপন তথ্য। ৩২ বছর আগে সেই ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল শাবনাজের। সেই দাগ এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি।

১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের। প্রথম সিনেমার জন্য সে সময় ৫০ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে তিনি কথা বলবেন কেন পারিশ্রমিক নিয়েও ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করেননি। এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায় জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।

এলআইএ/জেআইএম

Read Entire Article