ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৫২, ২৬ মার্চ ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় জুম পুড়াতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে তিনি মারা যান।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, “সাজেক থেকে দগ্ধ রোগীকে আমাদের এখানে আনা হয়। তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছিল। রাতে তার মৃত্যু হয়।”
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে সাজেক পর্যটন কেন্দ্রের পাশের একটি পাহাড়ে জুমে আগুন দেন তুহিন ত্রিপুরা। বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। এসময় তিনি দগ্ধ হন। তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে ডাকে বিজিবি। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দেয়। প্রয়োজনী সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রণ করতে অনেক সময় লাগে তাদের।
গত ২৪ ফেব্রুয়ারি সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক স্থাপনা পুড়ে যায়।
ঢাকা/শংকর/মাসুদ