ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৯:২৯, ১৬ মার্চ ২০২৫
রায়হান রাফী
পরিচালক রায়হান রাফী নির্মাণ করেছেন ‘আমলনামা’ চলচ্চিত্র। এর ট্রেইলার দেখেও দর্শকদের কেউ কেউ সিনেমাটির সঙ্গে টেকনাফের কাউন্সিল একরামুলের ঘটনার মিল খুঁজেন। সিনেমাটি মুক্তির পর এই গুঞ্জন আরো জোরাল হয়।
বিষয়টি নিয়ে চর্চা চললেও তা নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফী। তার মতে— চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কোনো সম্পর্ক নেই।
বিষয়টি ব্যাখ্যা করে রায়হান রাফী বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি। আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি। নিশ্চিত করে বলছি, এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।”
এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন রায়হান রাফী।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার চেয়ে রায়হান রাফী বলেন, “এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।”
রায়হান রাফীর গল্প নিয়ে ‘আমলনামা’ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন রায়হান রাফী ও এস এম নজরুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তমা মির্জা, জাহিদ হাসান, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত