সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরী নিহত

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতু খাতুন একই উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে। মা-বাবা মারা যাওয়ায় ভাই-ভাবির সঙ্গেই থাকতেন।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি নিহতের স্বজনদের বরাতে বলেন, ওই কিশোরী কিছুটা মানসিক রোগী ছিল। আজ সে নিজেই রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল। এ অবস্থায় উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন অতিক্রম করার সময় ওই কিশোরীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/জেডএইচ/এমএস

Read Entire Article