সিলেটে বিশ্ব বেতার দিবস উদযাপন

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপন হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেতার প্রাঙ্গণে নানা আয়োজনে দিবসটি উদযাপন হয়।

এরমধ্যে সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বেতার সিলেট প্রাঙ্গণে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা হয়। এরপর সকাল সোয়া ১০টায় শোভাযাত্রা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। এটি বিশেষ কোনো শ্রেণি-পেশার মানুষের জন্য নয়। কিন্তু আমরা দেখেছি, অতীতে বাংলাদেশ বেতারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে। সেখানে শুধু সরকারের গুণকীর্তন করা হয়েছে। শুধু গুণকীর্তন করে কোনো সরকার কিংবা মত দর্শনকে প্রতিষ্ঠিত করা যায় না।

বাংলাদেশ বেতারকে জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশ বেতার একটি গবেষণামূলক উদ্যোগ গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে। জনগণ কী শুনতে, কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে এবং কোন ধরনের আয়োজন পছন্দ করে না, সে বিষয়ে একটি জরিপকার্য পরিচালনা করতে পারে। তাহলে বাংলাদেশ বেতার আরও জনমুখী হবে।

jagonews24

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, বাংলাদেশ বেতার প্রচার কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার সংযোজন করেছে। বিদ্যমান গতানুগতিক মাধ্যমের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আমাদের সব আয়োজন প্রচার করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সব আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল মুকিত অপি, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক ও বাসস'র ব্যুরো প্রধান সেলিম আওয়াল, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেটের ডাকের ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর, নাট্য শিল্পী শামসুল বাসিত শেরো, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বেতার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শোভাটি পুলিশ লাইন মোড় হয়ে পুনরায় বেতার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বেতার সিলেটের উপ-আঞ্চলিক পরিচালক মো. নূর এলাহি মিনা ও মোহাম্মদ আব্দুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেডএইচ/জেআইএম

Read Entire Article