সিলেটে বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবুরে ম্যুরাল

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল এসে বুলডোজার দিয়ে ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ স্লোগান দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতের আঁধারে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাদা কাপড়ে মোড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেয় দুর্বৃত্তরা। ম্যুরালটি অপসারণে তিনদিনের সময় বেঁধে দিয়েছিল সিলেটের ‘তৌহিদী জনতা’।

২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর থেকে বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় এ ম্যুরালটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

আহমেদ জামিল/এএইচ/এএসএম

Read Entire Article