সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু যুবক মোটরসাইকেলযোগে এসে আফতার হোসেন খানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা আগুনের ধোয়া দেখে বাড়িতে যান। এ সময় বাড়িটির টিনশেডের একটি ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সিলেট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। তারা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বাসার টিনশেড ঘরের কয়েকটি কক্ষ ও আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ কেউ বলতে পারছে না। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতা কয়েক দফায় আফতাব হোসেন খানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের এই প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

আহমেদ জামিল/সিলেট/এমআরএম

Read Entire Article