সুন্দরবনে ৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

5 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৭ মার্চ ২০২৫  

সুন্দরবনে ৯ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে ৯ কেজি হরিণের মাংসসহ বাবু মোল্লা নামে এক শিকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী ব্রীজের নিচ থেকে ওই শিকারীকে আটক করা হয়।

আটক চোরা শিকারী বাবু মোল্লা (৩২) শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের মজিদ মোল্যার ছেলে।

কৈখালী বনবিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) টিএম সুলতান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কয়েকজন চোরা শিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী ব্রিজের নিচ থেকে ৯ কেজি হরিণের মাংসসহ  চোরাশিকারীকে আটক করা হয়।

তিনি ওই চোরা শিকারীর উদ্ধৃতি দিয়ে আরো জানান, জিজ্ঞাসাবাদে সে পেশাদার হরিণ শিকারী বলে স্বীকার করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণের মাংসসহ আটক চোরা শিকারী বাবু মোল্লাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বন বিভাগের তৎপরতা জোরদার করা হয়েছে।

 সাতক্ষীরা/শাহীন/সাইফ

Read Entire Article